হাতির রাস্তাতে চলাচলের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ!

Ordinary people are becoming obstacles to elephants' movement on the road


হাতির রাস্তাতে চলাচলের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। হাতির চলাচলের পথকে আটকে রেখে তাকে বিরক্ত করছে মানুষ । তাই হাতিকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। 

জলপাইগুড়ি পরিবেশ প্রেমী কর্মী তথা জলপাইগুড়ি পুরসভার  চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডলে সম্প্রতি লাটাগুড়ির জঙ্গলে মহাকাল মন্দির সংলগ্ন জাতীয় সড়কে হাতির আক্রমণের  ঘটনার বিবরণ দিতে গিয়ে হাড় হিম করার ঘটনার অভিজ্ঞতার কথা শোনালেন তিনি। 

ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিতে গিয়ে পরিবেশ প্রেমী কর্মী স্বরূপ মন্ডল বলেন হাতির চলাচলের পথে আর কোনদিন যেন বিরক্ত  না করে সাধারণ মানুষ।