Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা বলরামপুর রোডে আলুর গাড়িতে ব্যাপক যানজটে নাজেহাল সাধারণ পথচলতি মানুষ

দিনহাটা বলরামপুর রোডে আলুর গাড়িতে ব্যাপক যানজটে নাজেহাল সাধারণ পথচলতি মানুষ

massive traffic jam caused by potato carts on Dinhata Balrampur Road



মার্চের প্রায় প্রথম সপ্তাহ থেকেই বিভিন্ন হিমঘর গুলোতে আলু রাখার তোরজোর শুরু হয়েছিলো, বর্তমানে প্রায় সব হিমঘরের সামনেই আলুর বস্তা নিয়ে চারচাকা গাড়ি দাঁড়িয়ে থাকার ছবি দেখা মিলছে। দিনহাটা বলরামপুর রোডে পাশাপাশি দুটো হিমঘরেও একই দৃশ্য। তবে সমস্যায় সাধারণ পথ চলতি মানুষ।

তবে সমস্যা এতোটাই বৃদ্ধি পাচ্ছে যে, আপৎকালীন পরিষেবার ক্ষেত্রেও সমস্যায় পড়বে এই এলাকার মানুষজন। রাস্তার একপাশে সার দিয়ে দাঁড়িয়ে থাকা আলুর বস্তা নিয়ে গাড়ি, আর একপাশ দিয়ে যাতায়াত করছে অন্যান্য গাড়ি। ফলে একটুতেই তৈরি হচ্ছে যানজট। আর একবার যানজট শুরু হলে তা দীর্ঘসময় নিচ্ছে মুক্ত হতে।

গুটি কয়েক সিভিক মাঝে মাঝে নজরে পড়লেও , তা দিয়ে যানজট মুক্ত করা সম্ভব হচ্ছে না। দৈনন্দিন যাতায়াতকারি মানুষজনদের বক্তব্য, দুটো হিমঘর একসাথে খুলে দেওয়ায় যানজট আরও বেশি হচ্ছে। সাথে অপ্রসারিত সড়ক সেই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে।

গড়ের মাথা থেকে শুরু করে দিনহাটা যোগেশচন্দ্র সাহা স্কুল পর্যন্ত গাড়ির সাড়ি দেখা গেছে। মার্চের শুরু থেকেই প্রায় শুরু হওয়া এই যানজট কবে মুক্ত হবে তার দিকেই তাকিয়ে অসহায় সাধারন পথচলতি মানুষ থেকে বিভিন্ন স্কুল, অফিস কর্মীরাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code