Latest News

6/recent/ticker-posts

Ad Code

Altaf Mia Coochbehar: প্রয়াত কোচবিহারের রাসচক্র নির্মাতা আলতাফ মিঁয়া

প্রয়াত কোচবিহারের রাসচক্র নির্মাতা আলতাফ মিঁয়া

Late Cooch Behar Ras Chakra maker Altaf Mia
ছবি: স্যোসাল মিডিয়া থেকে সংগৃহীত



উত্তরপূর্ব ভারতের সবথেকে জনপ্রিয় উৎসবের মধ্যে রয়েছে কোচবিহারের রাস উৎসব। আর এই উৎসব শুরু হয় যে রাসচক্রকে ঘুরিয়ে, তার নির্মাতা আজ চলে গেলেন নক্ষত্রের দেশে।

কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দির প্রাঙ্গনে বসানো হয় যে রাসচক্র, প্রায় তিনপুরুষ ধরে সেই রাসচক্র বানিয়ে আসছিলো আলতাফ মিঁয়া। লক্ষ্মীপুজোর দিনে রীতিমতো উপোস করে রাসচক্র তৈরির কাজ শুরু করতেন আলতাফ মিয়াঁ। আর তার কাজে সহযোগিতে করতেন তার স্ত্রী বাবলি বিবি।

২০২৩ সাল থেকেই অসুস্থ ছিলেন তিনি, ফলে রাসচক্র তোইরিতে হাত লাগিয়েছিল তারই সুপুত্র আমিনুর হোসেন।

আজ প্রয়াত হলেন সেই রাসচক্রের নির্মাতা। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন- "বংশানুক্রমে কোচবিহারের রাজ আমলের সম্প্রীতির প্রতীক ঐতিহাসিক রাসমেলার রাস চক্র প্রস্তুতকারক আলতাব মিয়ার অকাল প্রয়াণে আমরা শোকাহত।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code