দিনহাটা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ইফতার
আর মাত্র কয়েকটা দিন তার পরেই শেষ হতে চলেছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র রমজান মাস। আর তার ঠিক আগে আজ ২৭ তম দিনে ইফতারের আয়োজন করলো দিনহাটা প্রেস ক্লাব। দিনহাটা আপনঘরে এদিনের এই ইফতারে উপস্থিত ছিলেন দিনহাটার একাধিক বিশিষ্ট জন।
উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার সাবির সাহা চৌধুরী, শিক্ষক ও নস্যসেখ পরিষদের আমিনাল হক, অ্যাডভোকেট জাকারিয়া হোসেন, মহকুমা হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল, চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা, অ্যাডভোকেট আহসান উল হাবিব সহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা প্রেস ক্লাবের সাংবাদিক বন্ধুরা। সকলের উপস্থিতিতে ইফতার মাহফিল সাফল্যমণ্ডিত হয়।
এদিনের এই ইফতারের মধ্যে ফুটে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বলেই উল্লেখ করেন উপস্থিত অতিথিরা। সকলেই প্রেস ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
প্রসঙ্গত উল্লেখ্য রমজান মাস ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য একটি পবিত্র মাস। এই মাসে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ফজরের আজান (সূর্যোদয়ের আগে) খাবার খেয়ে রোজা আরম্ভ করেন মাগরিবের আজান (সূর্যাস্তের পর) শুনে রোজা ভঙ্গ করেন। রোজা ভঙ্গ করার সময়ের আহারকে ইফতার বলা হয়। ৩০ দিনের পবিত্র রমজান মাস শেষে পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর। এই মাসে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ফিতরা, যাকাত প্রদান করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊