কবে বেরোবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল? জানালো সংসদ সভাপতি


college girl


আজ শেষ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই জানা গেল ফল প্রকাশের তারিখ। গত ৩ মার্চ শুরু হয় এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুইবার হবে পরীক্ষা। পুরোনো নিয়ম মেনে এবছরেই শেষ হল পরীক্ষা। আর জানা গেল মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে।

এদিন পরীক্ষার শেষ দিনে যাদবপুর বিদ্যাপীঠ সকুলে পরীক্ষাপর্ব দেখতে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, মালদা ও মুর্শিদাবাদে ২-১টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা মোটের উপর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আর তারপরেই তিনি জানান মে মাসে বেরোবে ফল‌। সংসদ সভাপতি বলেন, "মে মাসে বেরোবে। নির্দিষ্ট সময়টা বলা খুব মুশকিল। মে মাসের দ্বিতীয় পর্যায়ে বেরোবে। মে মাসের মধ্যে অবশ্যই বেরিয়ে যাবে।''

পুরোনো নিয়মে বছরেই শেষ উচ্চমাধ্যমিক। আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমেস্টার পদ্ধতিতে। পুরোনো নিয়মের শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দিয়েছেন। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি।