অপুষ্ট শিশু ও থ্যালাসেমিয়া শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান

Birbhum news



বীরভূম

অপুষ্ট শিশু ও থ্যালাসেমিয়া শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান অনুষ্ঠানে অংশ নিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। শনিবার বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতি অফিসে আনুষ্ঠানিকভাবে ৭৫ জন অপুষ্টি জনিত শিশু ও ২০ জন থ্যালাসেমিয়া শিশুদের পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হল ময়ূরেশ্বর এক ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে।



মূলত ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার যে সমস্ত শিশুরা অপুষ্ট জনিত কারণে ভুগছে এছাড়াও যে সমস্ত শিশুরা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদেরকে চিহ্নিতকরণ করে আজ তাদের হাতে প্রায় এক মাসের মত পুষ্টি জনিত খাদ্যদ্রব্য তুলে দেওয়া হলো বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন সমাজ সেবীদের উপস্থিতিতে।

এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক তথা কাজল শেখ, ময়ূরেশ্বর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক, ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, ময়ূরেশ্বর এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক, রামপুরহাট CMOH , বিশিষ্ট সমাজসেবী সাধন সিংহ সহ আরো অনেকেই। শনিবার দুপুর 1:30 নাগাদ এই কর্মসূচি করা হলো ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতি অফিসে। তবে এদিন এই কর্মসূচি শেষ করার পর ময়ূরেশ্বর এক নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।