চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

India


চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬৪ রান তাড়া করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারত। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। হেড, স্মিথ ও কেরির দুরন্ত ইনিংসে ভর করেও শেষ পর্যন্ত লড়াই করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। ৪৯.৩ ওভারে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।



জবাবে ব্যাট করতে নেমে এদিন শুরুটা ভালোই করেন রোহিত শর্মা। তবে এদিন ব্যর্থ গিল। পাকিস্তান ম্যাচের পর ফের জ্বলে উঠলেন বিরাট কোহলি। এদিন ২৮ রান করে ফেরেন রোহিত। ৯৮ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। পরে ম্যাচকে দেন শ্রেয়স। ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। রাহুল ৪২, পান্ডিয়া ২৮, অক্ষর ২৭ রান করে।  ৪৮.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 


৪৭১ দিন। ১৯ নভেম্বর ২০২৩ থেকে ৪ মার্চ ২০২৫। ঠিক ৪৭১ দিন পর বদলা নিল ভারত। এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে উঠল ভারত।