বামনহাট BSK অফিস পরিদর্শনে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক


বামনহাট BSK অফিস পরিদর্শনে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। বুধবার দুপুর ১টা নাগাদ পরির্দশনে যান দিনহাটা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং।

তিনি জানান BSK অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র থেকে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে বিনামূল্যে আবেদন করতে পারবেন।

BSK-এর মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড, সবুজ সাথী, কৃষক বন্ধু, জাতিগত শংসাপত্র, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তপশিলি বন্ধু, কর্মসাথী, জয় বাংলা, যুবশ্রী, গতিধারা, ঐক্যশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায়।

উক্ত অফিসের কর্মীরা সঠিক ভাবে কাজ করছে কিনা পাশাপাশি সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা- সেইসব খোঁজ নিতেই এই পরির্দশন বলে জানা গেছে।