Latest News

6/recent/ticker-posts

Ad Code

Union Budget 2025: বাজেটের গুরুত্বপূর্ণ সব ঘোষণা একনজরে

Union Budget 2025: বাজেটের গুরুত্বপূর্ণ সব ঘোষণা একনজরে

Union Budget 2025: বাজেটের গুরুত্বপূর্ণ সব ঘোষণা একনজরে



আজ ২০২৫ সালের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ (Nirmala Sitharaman)। এদিন যে সব গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে তা দেখেনিন একনজরে-

১) আয়কর ছাড়:

বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না। এত দিন এই সীমা ছিল ৭ লক্ষ টাকা পর্যন্ত। মধ্যবিত্তদের স্বস্তি দিতে একলাফে এই সীমা আরও ৫ লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হল। যাঁরা মাসে ১ লক্ষ টাকা আয় করেন, তাঁদের কোনও রকম আয়কর দিতে হবে না।

২) ক্যান্সার নিয়ে বিশেষ উদ্যোগ:
ক্যানসার-সহ একাধিক মারণরোগের ৩৬টি জীবনদায়ী ওষুধে ১০০ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছে। শুধু তাই নয় প্রতিটি জেলাতে ক্যান্সার হাসপাতাল তৈরির ঘোষণা করা হয়েছে এদিন।


৩) প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি:

এবার বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে করা হল ৬ লক্ষ ৮১ হাজার কোটি টাকা। সামরিক সেনা, বায়ুসেনা, ও জলসেনায় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আধুনিকরণের জন্য রেকর্ড অর্থ ব্যয় করা হবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নীতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে বাজেটের বরাদ্দও। চলতি বছরে গতবারের তুলনায় প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ৯ শতাংশ।


৪) বিহারের জন্য একাধিক ঘোষণা :

বিহারবাসীর জন্য এবারের বাজেটে ছিল একাধিক ঘোষণা। পাটনা আইআইটি-ও সম্প্রসার, রাজগীর এবং ভাগলপুরে গ্রিনফিল্ডে বিমানবন্দর তৈরি,মিথিলাঞ্চলে ৫০ হেক্টরের ওপরে পশ্চিম কোসি প্রকল্পে সাহায্য।


৫) মহাকাশ গবেষণায় বরাদ্দ বৃদ্ধি:

কেন্দ্রীয় বাজেট মহাকাশ গবেষণায় বরাদ্দ করা হল ১৩৪১৬.২০ কোটি টাকা। যা গতবারের থেকেও অনেকটা বেশি। গত বছরের বাজেটে ১৩০৪২.৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই হিসেবে এবার ৪০০ কোটিরও বেশি বরাদ্দ করা হয়েছে।


৬) প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি:

এবার বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে করা হল ৬ লক্ষ ৮১ হাজার কোটি টাকা। সামরিক সেনা, বায়ুসেনা, ও জলসেনায় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আধুনিকরণের জন্য রেকর্ড অর্থ ব্যয় করা হবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নীতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে বাজেটের বরাদ্দও। চলতি বছরে গতবারের তুলনায় প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ৯ শতাংশ।


একাধিক দৈনন্দিন জিনিসের দাম কমের ঘোষণা :

বাজেট বক্তৃতায় সীতারমন অনেক জিনিসের দাম কমানোর ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে জীবনদায়ী ওষুধ। অর্থমন্ত্রী ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর শুল্ক পুরোপুরি বাতিল করেছেন। পাশাপাশি জাহাজ নির্মাণের জন্য ১২টি প্রয়োজনীয় খনিজ এবং কাঁচামালের উপর শুল্ক ছাড়ের মেয়াদ আগামী ১০ বছরের জন্য বাড়ানো হয়েছে।


আজকের বাজেটে দাম কমল- মেডিক্যাল সরঞ্জাম,মোবাইল ও গাড়ির ব্যাটারি , বৈদুতিক গাড়ি, বরফজাত মাছ, মোবাইল, জীবনদায়ী ওষুধ। LED, LCD টিভি, ক্যানসারের ওষুধ, দেশীয় পোশাক, মোবাইল ফোন, সার্জিক্যাল সরঞ্জাম, জাহাজ তৈরির সামগ্রী, বাজেটে, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের উপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।


যারা বৈদ্যুতিক যানবাহন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য বাজেটে সরকার বড় স্বস্তি দিয়েছে। ২০২৪ সালে অটো সেক্টরে যে মন্দা দেখা গিয়েছিল, তা এখন কাটিয়ে ওঠা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


২০২৪ সালের বাজেটে সোনা ও রূপার দামের উপর শুল্ক কমিয়ে ৬% করা হয়েছিল, কিন্তু এবার ২০২৫ সালের বাজেটে সোনা ও রূপার উপর কাস্টম শুল্কে কোনও পরিবর্তন আনা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code