Latest News

6/recent/ticker-posts

Ad Code

Union Budget 2025: দাম কমছে বৈদুতিক গাড়ি, মোবাইলের! আর কোন জিনিসের দাম কমলো !

Union Budget 2025: দাম কমছে বৈদুতিক গাড়ি, মোবাইলের! আর কোন জিনিসের দাম কমলো !

Union Budget 2025: দাম কমছে বৈদুতিক গাড়ি, মোবাইলের! আর কোন জিনিসের দাম কমলো !



শনিবার, ১ ফেব্রুয়ারি বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধা।

বেতনভোগীদের ক্ষেত্রে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না বলে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত বছরের পূর্ণাঙ্গ বাজেট ঘোষনা হয়। সেখানে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এ বার সেই নিয়মের কোনও পরিবর্তন করেননি তিনি।

বাজেট বক্তৃতায় সীতারমন অনেক জিনিসের দাম কমানোর ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে জীবনদায়ী ওষুধ। অর্থমন্ত্রী ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর শুল্ক পুরোপুরি বাতিল করেছেন। পাশাপাশি জাহাজ নির্মাণের জন্য ১২টি প্রয়োজনীয় খনিজ এবং কাঁচামালের উপর শুল্ক ছাড়ের মেয়াদ আগামী ১০ বছরের জন্য বাড়ানো হয়েছে।

আজকের বাজেটে দাম কমল- মেডিক্যাল সরঞ্জাম,মোবাইল ও গাড়ির ব্যাটারি , বৈদুতিক গাড়ি, বরফজাত মাছ, মোবাইল, জীবনদায়ী ওষুধ। LED, LCD টিভি, ক্যানসারের ওষুধ, দেশীয় পোশাক, মোবাইল ফোন, সার্জিক্যাল সরঞ্জাম, জাহাজ তৈরির সামগ্রী, বাজেটে, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের উপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। 

যারা বৈদ্যুতিক যানবাহন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য বাজেটে সরকার বড় স্বস্তি দিয়েছে। ২০২৪ সালে অটো সেক্টরে যে মন্দা দেখা গিয়েছিল, তা এখন কাটিয়ে ওঠা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

২০২৪ সালের বাজেটে সোনা ও রূপার দামের উপর শুল্ক কমিয়ে ৬% করা হয়েছিল, কিন্তু এবার ২০২৫ সালের বাজেটে সোনা ও রূপার উপর কাস্টম শুল্কে কোনও পরিবর্তন আনা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code