সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না: পর্ষদ
গতকাল ২০২২ টেট উত্তীর্নরা বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করে। বইমেলা প্রাঙ্গণের অনতিদূরে ইন্দিরা ভবনের পাশে আয়োজন করে প্রতীকী বেকার মেলার ।
হাইকোর্টের অনুমতি নিয়ে দুপুর ১২ টা থেকে বিকেল ৫:০০ টা অবধি থাকে এই অবস্থান-বিক্ষোভ। চপ শিল্প ঝাল মুড়ি ঘুগনি মুড়ি সমস্ত কিছুই এই মেলায় ছিল বিক্রির জন্য। বেকার মেলায় আওয়াজ ওঠে অবিলম্বে প্রাথমিকে বিদ্যালয়ে ৫০ হাজার শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ।
আর এরপরই নরেচড়ে বসে পর্ষদ । সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংক্রান্ত মামলাটি এখনও বিচারাধীন থাকায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না বলে জানায় পর্ষদ।
মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রঞ্জন কুমার ঝা জানিয়েছেন, সুপ্রিম কোর্টে এই মামলাটি চলায় স্কুল শিক্ষা দপ্তর থেকে শ্রেণিভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পর্ষদও নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথা সময়ে প্রকাশ করা হবে।
একই সঙ্গে আরও জানানো হয়েছে, টেট নিয়োগের একটি অন্যতম সূচক। নিয়োগের এই রকম পাঁচটি সূচক রয়েছে। তার মধ্যে একটি হল টেট। মোট ৫০ নম্বরের মধ্যে টেট-এর জন্য বরাদ্দ রয়েছে ৫ নম্বর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊