আজ হচ্ছে না ওবিসি মামলার সুপ্রিম শুনানি! 


Supreme Court


সুপ্রিম কোর্টের ‘শুনানি তালিকা’ থেকে বাদ দেওয়া হল রাজ্যের ১২ লক্ষ ওবিসি (অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে রাজ্যের ১২ লক্ষ ওবিসি (অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করা হলে সেখান থেকে মামলাটি মুছে দেওয়া হয়েছে‌। তবে নির্দিষ্ট কোনও কারণ শীর্ষ আদালতের তরফে জানানো হয়নি। সূত্রের খবর, মার্চ মাসে মামলার শুনানি হতে পারে।



গত ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও। সুপ্রিমকোর্ট শুনানি থেকে মামলাটি সড়িয়ে দেওয়ায় আপাতত হাইকোর্টের রায়ই বহাল থাকলো।