বাইডেনের সময়ে নিযুক্ত সমস্ত অ্যাটর্নিকে বরখাস্ত করার নির্দেশ ট্রাম্পের!




আইন বিভাগ থেকে বাইডেন-যুগের ‘সমাপ্তি’ হবে! সম্প্রতি প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে নিযুক্ত আইন বিভাগের সমস্ত অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দিলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


ট্রাম্পের কথায়, ‘‘আমাদের হাউস পরিষ্কার করতে হবে। পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচার ব্যবস্থা থাকবে— যার কাজ আজ থেকেই শুরু হবে।’’ যদিও প্রেসিডেন্টের মন্তব্যে প্রেক্ষিতে আইন বিভাগের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


জানা গেছে, গত সপ্তাহেই হোয়াইট হাউসের তরফে বেশ কয়েক জন মার্কিন অ্যাটর্নিকে চাকরি থেকে বরখাস্তের চিঠি পাঠানো হয়েছে যারা প্রত্যেকেই  বাইডেনের সময়ে নিযুক্ত। যদিও নতুন প্রেসিডেন্ট তাঁর প্রশাসনে রদবদলের করলে মার্কিন অ্যাটর্নিদের বদলের ‘রীতি’ নতুন নয়। সাধারণত প্রশাসনের তরফে তাঁদের পদত্যাগপত্র দাবি করা হয়।