আইনি জটিলতায় জড়ালেন দক্ষিনী অভিনেত্রী নয়নতারা!
আইনি জটিলতায় জড়ালেন দক্ষিনী অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি জানা গেছে, মুক্তি পেয়েছে 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল' (Nayanthara: Beyond The Fairytale) তথ্যচিত্রটি। কিন্তু তথ্য চিত্রটি মুক্তির আগেই নানান সমস্যায় জড়িয়ে পড়েছিল। এর আগে ধনুষ কয়েক কোটি টাকার স্বত্ব দাবি করেছিলেন কারণ, এই তথ্যচিত্রে তাঁর সিনেমার দৃশ্য দেখানো হয়েছে। এবার আরও এক প্রযোজনা সংস্থা একই নোটিস পাঠিয়েছে।
১৮ নভেম্বর অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)-এ মুক্তি পাওয়া বিয়ন্ড দ্য ফেয়ারিটেল' (Nayanthara: Beyond The Fairytale) তথ্যচিত্রে ‘নানুম রাউডি ধান’ ছবির তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়েছে বলে অভিযোগ। কিন্তু ছবির ওই দৃশ্য কেন দেখানো হল, সেই নিয়েই প্রশ্ন তুলে আইনি পদক্ষেপ করেছেন ধনুষ। ১০ কোটি টাকা স্বত্ব দাবি করেছেন তিনি। ‘নানুম রাউডি ধান’ (Naanum Rowdy Dhaan) ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। মুখ্য ভূমিকায় ছিলেন নয়নতারা খোদ এবং বিজয় সেতুপতি। ছবির প্রযোজক ছিলেন ধনুষ।
আর এবার 'চন্দ্রমুখী' ছবিটি নাকি নয়নতারাকে ৫ কোটি টাকার নোটিস পাঠিয়েছেন। যদিও সংস্থার তরফে সদ্য এই খবরকে ভুয়ো বলে ঘোষণা করেছে এই ছবির নির্মাতারা। সম্প্রতি ইউটিউব চ্যানেলে একজন অভিনেত্রী দাবি করেছিলেন, 'চন্দ্রমুখী' ছবির নির্মাতারা নয়নতারাকে ৫ কোটি টাকার স্বত্ববাবদ নোটিস ধরিয়েছেন। যদিও এই ঘটনায় নয়নতারার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনুমতি নিয়েই এই ক্লিপস ব্যবহার করা হয়েছে বলেই জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊