সুপ্রিমকোর্টে ফের পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিলের মামলা



ফের পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিলের মামলা। আজ সুপ্রিমকোর্টে শুনানির জন্য উঠেছিল রাজ্যের আপার প্রাথমিকে ২৬ হাজার চাকরি বাতিল মামলা। গত ১৯শে ডিসেম্বর শেষ বার সুপ্রিমকোর্টে শুনানি হয় এই মামলার। সেই শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য।

এদিন ফের শুনানি ছিল সুপ্রিমকোর্টে। মঙ্গলবার বিচারপতি সঞ্জীব খান্না আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে বলে জানান। তাতে সব পক্ষ রাজি হয়। আগামী ১৫ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।

গত শুনানিতে, যোগ্য-অযোগ্য বাছাই না হলে পুরো প্যানেল বাতিলের কথা জানিয়েছিল আদালত। একাধিক বার পিছিয়ে যাওয়ার পর ১৯শে ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে হওয়া এই শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য, এসএসসি। আর সেই শুনানিতে আদালত কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, না কি যোগ্য এব‌ং অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করার নির্দেশ দেবে শীর্ষ আদালত, তা জানতে উদ্‌গ্রীব সকলেই।

গত শুনানিতে শীর্ষ আদালত যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দিয়েছে। প্রধান বিচারপতি বলেন, “যোগ্য-অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল বাতিল করতে হবে।” এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। শীর্ষ আদালতে দিনভর শুনানির পরও যোগ্য-অযোগ্য প্রার্থী বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হল না। ফলে এসএসসি-তে ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ ঝুলেই রইল।

সুপ্রিমকোর্টের কথায় যোগ্য অযোগ্য পৃথক করতেই হবে।