সুবর্ণ জয়ন্তী পালিত হলো জামালপুরের সাচরা উচ্চ বিদ্যালয়ে।

Sachra High school


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহাসমারোহে সুবর্ণ জয়ন্তী পালিত হলো জামালপুরের সাচরা উচ্চ বিদ্যালয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি, বিডিও পার্থ সারথী দে, ব্লক সভাপতি মেহেমুদ খান,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, আঝাপুর পঞ্চায়েতের উপ প্রধান অশোক ঘোষ,সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা। এদিন বিধায়ক তাঁর বক্তব্যে জমি দাতাদের ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কমিটির সকলকে ধন্যবাদ জানান।




পাশাপাশি ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পর বিষয় তুলে ধরেন । এছাড়া স্কুল উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে স্কুলকে ৭ লক্ষ টাকা অনুদান দেবার কথা ঘোষণা করেন। বিডিও তাঁর বক্তব্যে আঝাপুর অঞ্চলে বেশী পরিমাণে বাল্য বিবাহ হচ্ছে এই পরিসংখ্যান তুলে ধরেন। তিনি স্কুলের কন্যাশ্রী ক্লাব ও পঞ্চায়েতকে পদক্ষেপ গ্ৰহন করার কথা বলেন।

মেহেমুদ খাঁন তাঁর বক্তব্যে বাল্য বিবাহ নিয়ে বলতে গিয়ে বলেন যেখানে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, ওয়েসিস, কন্যাশ্রী ও রূপশ্রী সহ নানা স্কলারশিপের কথা তুলে ধরেন। তাই কোনোমতেই ১৮ বছরের নীচে বিবাহ করা যাবে না বলে বলেন। ভূতনাথ বাবু বিদ্যালয়ের ভূমিদাতা ও শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সকলকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান।