কপিল শর্মাকে খুনের হুমকি! আতঙ্কে বলিউড

Kapil Sharma


সইফ আলি খানের উপর হামলার ঘটনায় আতঙ্ক বলিউডে। এর মাঝেই এবার কপিল শর্মাকে খুনের হুমকি। এক সংবাদ মাধ্যম জানিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে ই-মেল মারফত খুনের হুমকি পেয়েছে কপিল। শুধু কপিল নন অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজ়ার কাছেও এসেছে হুমকি বার্তা। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে।

পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, ‘‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষযকে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের উপর নজর রাখছি।’’

সইফের ঘটনার পরে এই হুমকি বার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে। গত সপ্তাহে সইফের বাড়িতে মধ্যরাতে এক ব্যক্তি ঢোকে। সেই দুস্কৃতির ছুরির আঘাতে আহত হন অভিনেতা। ভর্তি করা হয় হাসপাতালে।