Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রামীন সড়ক থেকে শহরের পানীয় জল-একাধিক প্রকল্পের সূচনা মন্ত্রী উদয়নের

গ্রামীন সড়ক থেকে শহরের পানীয় জল-একাধিক প্রকল্পের সূচনা মন্ত্রী উদয়নের

গ্রামীন সড়ক থেকে শহরের পানীয় জল-একাধিক প্রকল্পের সূচনা মন্ত্রী উদয়নের



দিনহাটা:

৫ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা তৈরীর শুভারম্ভ মন্ত্রী উদয়নের। শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ৫ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে 3.9 কিমি রাস্তার শুভারম্ভ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জানা যায় দিনহাটা 2 নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জায়গীর বালাবাড়ি থেকে শুরু করে বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ী পর্যন্ত পেভার ব্লকের মাধ্যমে তৈরি হবে এই রাস্তাটি।

আজ এই রাস্তা নির্মাণ কাজের শুভারম্ভ কর্মসূচিতে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন, বামনহাট ১ নং অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বসু, গ্রাম পঞ্চায়েত সদস্য উপেন সরকার ছাড়াও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা।

অপরদিকে দিনহাটা পৌর এলাকার জন্য অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন প্রকল্পের সূচনা হল। শুক্রবার বিকেল ৫:৩০ মিনিট নাগাদ দিনহাটা সংহতি ময়দানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অম্রুত প্রকল্পের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ও অন্যান্যরা।

জানা গেছে দিনহাটা পৌরসভার ১৬টি ওয়ার্ডে তিনটি ভাগে উক্ত প্রকল্পের সুবিধা পাবে পৌরসভার বাসিন্দারা। মূলত ভারতবর্ষ জুড়ে অম্রুত ২.০ অর্থাৎ অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফর্মেশন প্রকল্পে শহরগুলিকে সাহায্য করার জন্য ৬৬,৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য শহরগুলিকে জল-নিরাপত্তা এবং স্বনির্ভর করে তোলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code