৪৩১ দিন পর ভারতের জার্সিতে প্রত্যাবর্তন হতে চলেছে শামির
৪৩১ দিন পর ভারতীয় জার্সিতে ফের মাঠে নামতে চলেছে মহম্মদ শামি। শেষ বার ২০২৩ সালের ১৯ নভেম্বর ভারতের জার্সিতে খেলেছিলেন শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে মাঠে নামতে চলেছেন বাংলার এই পেসার। গোড়ালির চোট সারিয়ে বাংলার হয়ে রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় খেললেও ফিটনেস নিয়ে সমস্যার কারণে বর্ডার গাভাস্কার ট্রফি থেকেও ছিটকে গিয়েছিল শামি। তবে এবার ফিরছেন।
আগামী ২২শে জানুয়ারি থেকে ভারত বনাম ইংল্যান্ড টি২০ সিরিজের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে। আর সেই ম্যাচেই মাঠে নামতে পারেন মহম্মদ শামি। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন শামি। বাংলার হয়ে রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি টি২০ ও বিজয় হজারে ট্রফি খেলেছেন এবার ভারতীয় দলে জায়গা হলো তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার জন্য প্রস্তুত দেশের অন্যতম সেরা জোরে বোলার।
ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি প্রথম ম্যাচ কলকাতায়। দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি। হবে চেন্নাইয়ে। ২৮ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি রাজকোটে। ৩১ জানুয়ারি পুণেয় চতুর্থ ও ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে। প্রথম একাদশে জায়গা পেলেন কারা, দেখুন এক নজরে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊