টোটো যাত্রীর কাছ থেকে উদ্ধার ২৫ কিলো গাঁজা



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:

আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির বড়সড়ো সাফল্য । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল ফতেপুর স্থিত বরা চক স্টেশন রোড এলাকায় এক টোটো যাত্রীর কাছ থেকে চারটি ব্যাগ থেকে প্রায় চারটি প্যাকেটে থাকা প্রায় ২৫ কিলো গাজা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায় উড়িষ্যার মুনিগুরা থেকে ঝাড়খণ্ডের ধানবাদ হয়ে পশ্চিমবঙ্গের আসানসোলে সাপ্লাই করার জন্য নিয়ে আসা হয়েছিল।

পাচারের আগে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। পাশাপাশি একজনকে গ্রেপ্তারও করে। গ্রেপ্তার যুবকের নাম দুর্গেশ সিং আসানসোল মহিষিলা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।