Fiona Allison: লাল পোশাকে উষ্ণতা ছড়াচ্ছে এই যুবতী মডেল
INDIA INTERNATIONAL INFLUENCER AWARDS 2023 এর শিরোপা সম্প্রতি কেড়ে নিয়েছেন ফ্রান্সের সুন্দরী মডেল, ইনফ্লুয়েন্সার। বয়স একুশের ফিওনা অ্যালিসন (Fiona Allison) এক রহস্যময়ী যুবতী। ফ্রান্সের সাথে সাথে ভারতেও অত্যন্ত জনপ্রিয় এই যুবতি মডেল।
যদিও ব্যক্তিগত কোন তথ্যই এখনো পর্যন্ত জানায়নি এই সুন্দরী মডেল। তবে ফ্রান্সে বেড়ে ওঠা-এখানেই মডেলিং এর সাথে যুক্ত ফিওনা। তবে বর্তমানে দেশ ছেড়ে বিদেশেও জনপ্রিয় এই যুবতী মডেল, ইনফ্লুয়েন্সার।
ফিওনা অ্যালিসন (Fiona Allison) সোশ্যাল নেটওয়ার্কিংয়ে সেক্সি (sexy) এবং হট ছবি (hot photo) পোস্ট করার জন্য সুপরিচিত। অসংখ্য ফ্যান গ্রুপ রয়েছে 'অ্যালিসন লাভারস' নামে।
ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয় এবং ২ মিলিয়ানের উপর ফলোয়ার ইতিমধ্যে। ফলে বোঝাই যাচ্ছে কতটা জনপ্রিয় এই সুন্দরী মডেল (Fiona Allison)।
ফিওনার (Fiona Allison) একাধিক ছবি রয়েছে ভারতের প্রতি আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করে। ভারতীয় সংস্কৃতিকে অত্যন্ত ভালোবাসেন বলেই কখনো জাতীয় পতাকা হাতে ছবি শেয়ার করেছেন, আবারও একাধিক বার শাড়িতে সাজিয়েছেন নিজেকে।
ফিওনা অ্যালিসনের (Fiona Allison) সেক্সি, সাহসী এবং আকর্ষণীয় (Sexy, bold and attractive) ব্যক্তিত্ব রয়েছে। কিছু সাক্ষাৎকার এবং সংবাদ সূত্র থেকে জানা গিয়েছে ফিওনা এখনো অবিবাহিত। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতা এবং ৫৬ কেজি ওজন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊