শিক্ষিকার টাকা হারানোয় ছাত্র-ছাত্রীদের জামাকাপড় খুলে তল্লাসি ! চললো মার ! স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা
দিনহাটার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ। নিজের টাকা হারানোয় বিদ্যালয়ের প্রায় ২০-২৫ জন ছাত্র ছাত্রীকে জামা-কাপড় খুলে তল্লাসি চালানো হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, টাকা হারানোর দায়ে ছাত্র-ছাত্রীদের পেটানো হয়।
এই অভিযোগ দিনহাটা ১ নং ব্লকের পুঁটিমারী ১নং গ্রাম পঞ্চায়েতের উত্তর পুঁটিমারী এলাকায় বানী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রের এক সহ-শিক্ষিকার বিরুদ্ধে। ওই ঘটনার জেরে আজ অভিভাবকরা সমবেত হয়ে স্কুলে তালা ঝুলিয়ে স্কুল বন্ধ করে দেন বলে জানা গিয়েছে।
বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, গতকাল সকাল থেকে সময় মতো স্কুলে ক্লাস ঠিকঠাক চলছিল। কিন্তু দুপুর ১২ টা নাগাদ ওই স্কুলের সহকারী শিক্ষিকা অনীতা রায় অধিকারী দেখেন তার মানি ব্যাগের চেন খোলা রয়েছে। পরে তিনি ভালো করে দেখেন তার মানি ব্যাগে কোন টাকা পয়সা নেই। তখন সকল ছাত্রছাত্রীকে ডেকে জিজ্ঞাসা করেন। সেই সময় ছাত্রছাত্রীরা অস্বীকার করে তারা কেউ টাকা নেন নি। এই কথা শোনা মাত্র স্কুল শিক্ষিকা খেপে গিয়ে ছাত্রছাত্রীদের জামা কাপড় খুলে দেখেন এবং সবাইকে লাঠি দিয়ে পেটান ।
অভিভাবকদের দাবী, মিথ্যা অভিযোগে ছাত্রছাত্রীদের জামা কাপড় খুলে পিটিয়েছেন ওই শিক্ষিকা।
এই ঘটনার পর আজ অবিভাবকরা সকালে স্কুলে আসেন শিক্ষিকার সাথে দেখা করতে। পরে এসে দেখেন ওই শিক্ষিকা বিদ্যালয়ে আসেননি। তারপর তারা বাধ্য হয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেন তারা। পরে স্কুলের প্রধান শিক্ষিকা এসে স্কুলে তালা দেখে দীর্ঘ সময় স্কুলের বাইরে বসে থাকেন। পরে তাকে স্কুলে ঢুকতে না দেওয়া তিনি স্কুল থেকে বিডিও অফিসে যান। সেখানে গিয়ে তার উদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলে জানান।
এবিষয় নিয়ে অভিযুক্ত বানী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা জানিয়েছেন, প্রায় দেড়-থেকে দু-হাজার টাকা তার ব্যাগে ছিল। কিন্তু তা পাওয়া যায়নি। তিনি অসুস্থ মাকে দেখতে যাবেন, কিন্তু টাকার অভাবে যেতে পারবেন না, এই নিয়ে তার 'মাথার ঠিক ছিল না' । বাচ্চাদের মায়েদের উপস্থিতিতেই তল্লাসি চলে, এই তল্লাসিতে বিদ্যালয়ের রাধুনিরাও ছিল বলে তিনি জানান।
0 মন্তব্যসমূহ
thanks