Sitai Assembly Bye Election Result: সিতাই উপনির্বাচনের ফল ঘোষনা লাইভ
সিতাই বিধানসভা উপনির্বাচন ভোট গ্রহন: ১৩ই নভেম্বর ২০২৪
ফল ঘোষনা: ২৩শে নভেম্বর ২০২৪
গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসলেন বিজেপি প্রার্থী, কি বললেন তিনি?
পঞ্চম রাউন্ড শেষে ৬০ হাজার ৪৯৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। উচ্ছ্বাস কর্মীদের।
চতুর্থ রাউন্ডে ৫১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। উচ্ছ্বাস কর্মীদের।
দ্বিতীয় রাউন্ডে ২৫হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। উচ্ছ্বাস কর্মীদের।
সিতাই বিধানসভার গণনা কেন্দ্র থেকে সরাসরি
প্রথম রাউন্ডে ১৪ হাজার ভোটে এগিয়ে সিতাই বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সংগিতা রায়।
গণনা কেন্দ্র থেকে সরাসরি
গত ১৩ই নভেম্বর রাজ্যের ছয় বিধানসভায় হয়ে উপনির্বাচন। সিতাই বিধানসভাতেও ছিল নির্বাচন। আজ সেই উপনির্বাচনের ভোট গণণা। সকাল থেকেই গনণা কেন্দ্রে দেখা গেল প্রশাসনিক তৎপরতা। গনণাকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সকাল সকাল গননা কেন্দ্রে দেখা গেল কোচবিহার লোকসভার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে। সিতাই বিধানসভার বিধায়ক ছিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। পরে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি। তাঁর ছেড়ে যাওয়া পদ পূর্ণ করতেই সিতাই বিধানসভা। হয় উপ নির্বাচন। আজ সেই উপনির্বাচনের ফল ঘোষনা আর সেদিকেই তাকিয়ে গোটা কোচবিহার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊