সিতাইয়ে ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়

Sangita Roy


সবুজ ঝড়। তৃণমূল কংগ্রেসের দাপটে বজায় রইল সিতাই বিধানসভায়। আজ ২৩শে অক্টোবর সিতাই বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। সকাল থেকেই বরাবরই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী সংগিতা রায় আর এগিয়ে থাকতে থাকতেই শেষমেষ জয়টাই ছিনিয়ে নিলেন তিনি। সিতাই বিধানসভার নবনির্বাচিত বিধায়ক হতে চলেছেন সংগীতা রায়। ডিসিআরসি সেন্টার সূত্রের খবর এক লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জয়লাভ করেছেন সংগীতা রায়।

গত বিধানসভা নির্বাচনে সিতাই বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। পরে লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী হন তিনি। জয়ী হয়ে সাংসদ হন। ফলে সিতাই বিধানসভা বিধায়ক শূন্য হয়। সেই বিধায়ক শূন্য বিধানসভার নির্বাচনে প্রার্থী করা হয় সংগীতা রায়কে, সেই সংগীতা রায় জয়ী হয়ে সিতাই বিধানসভার বিধায়ক হতে চলেছেন সংগীতা রায়। 


জয়ের হাসি হাসতেই সিতাই জুড়ে আনন্দ উদযাপন তৃণমূল কর্মী সমর্থকদের। নয়া বিধায়ক পাওয়ার আনন্দে সবুজ আবিরে মেতেছে কর্মী সমর্থকরা। ১৩ রাউন্ড গণনা শেষে সংগিতা রায় পেয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৯৮৪ ভোট। বিজেপির দীপককুমার রায় পেয়েছেন ৩৫৩৪৮ ভোট। সিতাইয়ের উপনির্বাচনে ১ লাখ ৩০ হাজার ৬৩৬ ভোটে জয়ী হলেন সঙ্গীতা।