ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাবেন নাইজিরিয়া ও গায়ানাতেও
ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গেই তিনি যাবেন নাইজিরিয়া ও গায়ানাতেও। আগামী ১৮ ও ১৯ ই নভেম্বর জি২০ সম্মেলন হওয়ার কথা। জি২০ সম্মেলন যোগ যোগ দিতে ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলে যাওয়ার আগে আফ্রিকার দেশ নাইজিরিয়ায় যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সম্মেলন শেষে দেশে ফেরার আগে দক্ষিণ আমেরিকার গায়ানায় যাবেন মোদি।
গত বছর দিল্লিতে আয়োজিত হয় জি২০ শীর্ষ সম্মেলন। আর এবছর ব্রাজিলে। প্রধানমন্ত্রী মোদি আগামী জি-২০ অধিবেশনের সভাপতিত্ব তুলে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি’সিলভার হাতে। সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনাবুর আমন্ত্রণে নাইজিরিয়া যাবেন মোদি। ১৭ বছর পর ভারতের কোনও রাষ্ট্রনেতা সেদেশে পা রাখবেন।
১৮ ও ১৯ নভেম্বর জি২০ সম্মেলনে অংশ নেবেন তিনি। ব্রাজিলের রিও ডি জেনেইরোয় আয়োজিত হবে ওই সম্মেলন। সম্মেলনের পাশাপাশি বহু রাষ্ট্রনেতার সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী।
সম্মেলন শেষে ১৯ ও ২১শে নভেম্বর প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে গায়ানায় থাকবেন তিনি। ১৯৬৮ সালের পর ভারতের কোনও প্রধানমন্ত্রী গায়ানায় যাননি। মোদি সেখানকার সংসদে ভাষণ দেওয়ার পাশাপাশি সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊