ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো তৃণমূল নেতার হত্যাকাণ্ডে মুখ খুললেন বিধায়ক সোমনাথ শ্যাম

Mla samnath shayam


ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো তৃণমূল নেতা অশোক সাউয়ের হত্যাকাণ্ড প্রসঙ্গে মুখ খুললেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম।

গত ১৩ ই নভেম্বর নৈহাটি বিধানসভা সহ রাজ্যের মোট ছটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন ছিল। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ভাটপাড়ায় জনবহুল এলাকার মাঝে প্রকাশ্য দিবালোকে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দুষ্কৃতিদের বন্ধুকের গুলিতে প্রাণ হারাতে হয় তৃণমূল নেতা অশোক সাউকে। তারপরে এই ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক তরজা শুরু হয় ব্যাপকভাবে। দোষারোপ একে অপরকে।

লোহা চোর বলে বিধায়ক সোমনাথ শ্যামকে দোষারোপ করে বিস্ফোরক অভিযোগ করেছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এবার তাকেই সাইকো কিলার হিসাবে অভিহিত করে বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেতা অশোক সাউয়ের হত্যাকাণ্ড প্রসঙ্গে পাল্টা দোষারোপ করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম।