অকালি দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল।
শনিবার অকালি দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল। অকালি দলের নেতা তথা পঞ্জাবের প্রাক্তন শিক্ষামন্ত্রী দলজিৎ এস চিমা জানান, দলের ওয়ার্কিং কমিটির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সুখবীর।
সোমবার দুপুর ১২টায় চণ্ডীগড়ের দলীয় দফতরে জরুরী বৈঠকের ডাক দিয়েছেন অকালি দলের ওয়ার্কিং কমিটির সভাপতি বলবিন্দর সিংহ ভুন্দর। সেই বৈঠকেই দলের ভবিষ্যৎ কর্মপন্থা চূড়ান্ত হতে পারে। নির্বাচনর মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে। আগামী ১৪ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে অকালি দলের নতুন সভাপতি নির্বাচিত হতে পারেন।
দীর্ঘ ২৮ বছর অকালি দলের শীর্ষ পদে ছিলেন বাদল পরিবারের দুই সদস্য প্রকাশ সিংহ বাদল এবং সুখবীর। ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত সভাপতি ছিলেন প্রকাশ। তার পর সভাপতি হন তাঁর পুত্র সুখবীর। সূত্রের খবর সুখবীরের নেতৃত্ব নিয়ে অকালি দলের অন্দরেই প্রশ্ন উঠছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊