আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন

Gautam dev


চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ গিয়ে থাকেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। শিলিগুড়িতেও কিন্তু বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। তার মধ্যে রয়েছে আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো, এবারে তাদের পুজো ১৫ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছর ঘটা করে অনুষ্ঠিত হয়ে থাকে জগদ্ধাত্রী পুজো। পুজোর কয়েকদিন বেশ কিছু কর্মসূচি হয়ে থাকে। আজ এই পুজোর শুভ উদ্বোধন সম্পন্ন হল। 



উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, অলক চক্রবর্তী মহাশয় সহ আরো বিশিষ্টজনেরা। প্রত্যেক বছরের মত এ বছরও বর্ণাঢ্যভাবে আলিঙ্গনের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন সম্পন্ন হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পূজার শুভ উদ্বোধন হয়। 



প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পুজোর শুভ উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। উদ্যোক্তারা জানিয়েছেন এ বছরও প্রত্যেক বছরের মত পুজোর কয়েকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবারে তাদের পুজো মণ্ডপ হয়েছে মায়াপুরের মন্দিরের অনুকরণে।