Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে চোলাই মদ খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির!

কোচবিহারে চোলাই মদ খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির! 

A person died after drinking alcohol in Cooch Behar



কোচবিহারে চোলাই মদ খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক।

ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ ২ ব্লকের হরিরহাট ভান্ডি জেলাস মান্তা পাড়া এলাকায়। প্রসঙ্গত, জানা যায় স্থানীয় এলাকার একটি ইটভাটায় কাজ শেষে বাড়ি ফেরার পথে আট ১০ দশ জন শ্রমিক মিলে এক বাড়ি থেকে চোলায় মদ এনে খায়। সেখানেই দুজন অসুস্থ হয়ে পড়ে এবং তড়িঘড়ি তাদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই একজনের মৃত্যু হয়। 

অপর একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কোচবিহার এম জি এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত ব্যক্তির নাম চক্রধর মান্তা (বয়স ৫৫ ) এবং অসুস্থ যুবকের নাম চিরঞ্জিত বর্মন (বয়স ২৬)।

তবে গোটা ঘটনা খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ ও আবগানি দপ্তর । থানা সূত্রে খবর ঘটনায় চোলাই বিক্রেতা এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code