Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাইকের ধাক্কায় মৃত্যু মহিলার, উত্তপ্ত জনতা জ্বালিয়ে দিলো বাইক

বাইকের ধাক্কায় মৃত্যু মহিলার, উত্তপ্ত জনতা জ্বালিয়ে দিলো বাইক

Woman dies after being hit by a bike

দীপঙ্কর বর্মন, খট্টিমারি: 

আজ সন্ধ্যায় সাহেবগঞ্জ থানার অন্তর্গত ক্ষট্টিমারির কমলার চৌপথীতে বাইকের আঘাতে মৃত্যু হয় স্থানীয় এক মহিলার।

জানাগেছে, বাইক চালক খট্টিমারিতে দিদির বাড়িতে ঘুরতে এসেছিলো, তাদের বাড়ি গোবরাছরা এলাকায়। বাড়ি ফেরবার পথেই এই দুর্ঘটনা।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাইক চালক এবং তাঁর সঙ্গীকে আটক করে। পরে সাহেবগঞ্জ থানার পুলিস এসে বাইক চালককে ও তাঁর সঙ্গীকে উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

উত্তেজিত স্থানীয় লোকজন বাইকটি পুড়িয়ে দেয়। স্থানীয় লোকজনের অভিযোগ মদ্যপ্য অবস্থায় বাইক চালানোয় এই দুর্ঘটনা।

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সাথে শোকের ছায়া নেমে এসেছে ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code