স্কুলের শিক্ষামূলক ভ্রমণে এসে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ প্রায় ২২ জন স্কুল পড়ুয়া
বীরভূম, সিউড়ি :-
স্কুলের শিক্ষামূলক ভ্রমণে এসে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ প্রায় ২২ জন স্কুল পড়ুয়া। তাঁদের মধ্যে ৮ জন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে।সূত্রের খবর, পূর্বমেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত বড়াচিড়া পি বি হাই স্কুলের প্রায় ৬০ জন ছাত্র শিক্ষামূলক ভ্রমণে আসেন। গত ২৯ সেপ্টেম্বর নন্দীগ্রাম থেকে বেড়িয়ে তাঁরা বীরভূম ও ঝাড়খণ্ড ঘুরতে আসেন।
এ দিন সকালে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় বাসে বমি করতে শুরু করে ছাত্র-ছাত্রীরা। এরপর তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার ঘুরতে বেড়োনোর পর বীরভূমে ঢুকে তারা আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপরেই তাঁদের মধ্যে ৮ জনকে ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
জানা গিয়েছে, ভ্রমণের কারণে তাঁরা নিজেরাই রান্নার ব্যবস্থা করেছিলেন।তাঁদের প্রাথমিক অনুমান পানীয় জল থেকেই বিষক্রিয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊