বই প্রকাশ অনুষ্ঠান
সুরশ্রী রায় চৌধুরী:
৩রা অক্টোবর ২০২৪ সঞ্চয়ন প্রকাশনী, সীতারাম ঘোষ স্ট্রিট এর এক গুচ্ছ বই প্রকাশিত হোলো মহাবোধি সোসাইটি হলে। উল্লেখযোগ্য বই গুলোর মধ্যে শিক্ষক থেকে মুখ্যমন্ত্রী, এক অনন্য যাত্রা, বুদ্ধদেব ভট্টাচাৰ্য - সম্পাদনা দিব্যগোপাল ঘটক ও ড :বিশ্বজিৎ মন্ডল, দ্বিতীয় বই - বাংলার মিল্টন মাইকেল মধুসূদন - সম্পাদনা - রতন চন্দ্র গুড়িয়া, তৃতীয় বই একটি উপন্যাস আলেয়া, লেখক -দিপ্তেন্দু সরকার।
মঞ্চে উপস্থিত অতিথি ছিলেন সি পি আই এম পলিটবুরো সদস্য ডাঃ সূর্য্য মিশ্র, পলিটবুরো সদস্য নিরঞ্জন সিহি, অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়, প্রাক্তন উপ শিক্ষা অধিকর্তা দিব্য গোপাল ঘটক, সাংবাদিক দীপঙ্কর চট্টোপাধ্যায়, লেখক দিপ্তেন্দু সরকার, রতন চন্দ্র গুড়িয়া ও ড :বিশ্বজিৎ মন্ডল। প্রকাশন সমিতির পক্ষে স্বপন কুমার ঘোষ, সুরেশ দাস, অসীম পাইন প্রমুখ ব্যক্তিত্ব।
মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর নামাঙ্কিত বইটি র মোড়ক উন্মোচন করেন ডাঃ সূর্য্য মিশ্র ও বুদ্ধদেব বাবুর স্মৃতি চারণা করেন ডাঃ মিশ্র, নিরঞ্জন সিহি, অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়, সাংবাদিক দীপঙ্কর চট্টোপাধ্যায় ও দিব্যগোপাল ঘটক। প্রত্যেকেই সঞ্চয়ন প্রকাশনী র কর্ণধার শৈবাল ভৌমিক এর ভুয়সী প্রশংসা করে তাঁর উদ্যোগ কে সাধুবাদ জানান।
অন্যান্য বই গুলো প্রসঙ্গে বিস্তারিত আলোচনা রাখেন উপস্থিত বক্তারা।
অনুষ্ঠানটি পুরোপুরি এক অন্য মাত্রার অনুষ্ঠান। হল ছিলো পুরোপুরি পূর্ণ। লেখক, সাংবাদিক, বই ভালোবাসা পাঠক সবাই এই অনুষ্ঠান শেষ পর্যন্ত উপভোগ করেন। অনুষ্ঠানে আগমনী সঙ্গীত পরিবেশন করেন জয়শ্রী পাল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊