Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে খাঁচা বন্দী হলো ঘাতক চিতা বাঘ

অবশেষে খাঁচা বন্দী হলো ঘাতক চিতা বাঘ



অবশেষে খাঁচা বন্দী হলো ঘাতক চিতা বাঘ, গত ২০ শে অক্টোবর ডায়না রেঞ্জের দক্ষিন খয়েরকাটা গ্রামের বাড়ির উঠোন থেকে এক বারো বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ যে ঘটনায় মৃত্যু হয়েছিল ছাত্রীটির।

এরপরেই ক্ষোভ ছড়িয়ে পড়েছিল ডায়না জঙ্গল সংলগ্ন দক্ষিন খয়েরবাড়ি এলাকায়।

বন বিভাগের পক্ষ থেকে জঙ্গলের বিভিন্ন এলাকায় ঘাতক চিতা বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করতে বসানো হয় ট্র্যাপ ক্যামেরার পাশাপাশি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পাতা হয় বাঘ ধরার খাঁচা।

সোমবার ভোরের আলো ফুটতেই চিতা বাঘের হুংকার শুনে বন বিভাগের পাতা খাঁচার সামনে ভিড় জমায় গ্রামবাসীরা।

অপরদিকে এই প্রসঙ্গে গরুমারা বন্য প্রাণ বিভাগের ডি এফ ও দ্বীজপ্রতিম সেন জানিয়েছেন, দক্ষিণ খয়েরবাড়ি গ্রামের ঘটনার পরই জঙ্গল সহ আশপাশে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল, যে চিতা বাঘটি খাঁচা বন্দী হয়েছে তার সঙ্গে ট্র্যাপ ক্যামেরায় ওঠা চিতা বাঘের ছবি মিলে যাচ্ছে যে কারনে ঘাতক চিতা বাঘটি কে আটক করা সম্ভব হয়েছে বলে একপ্রকার নিশ্চিত আমরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code