Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেশীয় সমৃদ্ধিতে প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে গবেষণা করে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ

দেশীয় সমৃদ্ধিতে প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে গবেষণা করে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ 

Nobel in Economics


সোমবার অর্থনীতিতে নোবেলজয়ী তিন অর্থশাস্ত্রীর নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার তিন অর্থনীতিবিদ ড্যারেন আসেমগ্লো, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন।

জানা যাচ্ছে, তুরস্ক বংশোদ্ভূত ড্যারন অ্যাসেমোগলু, ইংল্যান্ডের সাইমন জনসন এবং আমেরিকার জেমস এ রবিনসন। তবে এঁরা সকলেই বর্তমানে আমেরিকার নাগরিক। সামাজিক প্রতিষ্ঠানগুলি কী ভাবে তৈরি হয় এবং সামগ্রিক সমৃদ্ধিকে কী ভাবে প্রভাবিত করে, সেই নিয়েই দীর্ঘ গবেষণা করে নোবেল পুরস্কার বিজয়ী হলেন তাঁরা।

ড্যারন এবং সাইমন ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-তে গবেষণারত। আর জেমস শিকাগো ইউনিভার্সিটির গবেষক। নোবেলজয়ীরা নোবেল পদক ছাড়াও পাবেন একটি সনদপত্র এবং মোট ১১ বিলিয়ন সুইডিশ ক্রোনা, ভারতীয় মুদ্রায় যার মূল্য আট কোটি ৯০ লক্ষ টাকারও বেশি।


নোবেল কমিটির (অর্থনীতি) চেয়ারম্যান জ্যাকব সভেনসন বলেছেন, ‘‘দুই দেশের মধ্যে আয়ের পার্থক্য কমানো এই সময়ের একটি বড় চ্যালেঞ্জ। এই তিন অর্থনীতিবিদ দেখিয়েছেন, সেই অসাম্য দূর করতে সামাজিক প্রতিষ্ঠানগুলির বড় ভূমিকা রয়েছে। যে সব দেশের সামাজিক রীতিনীতিগুলি শোষণমূলক, সেই সব সমাজ বিশেষ সমৃদ্ধিশালী হয়ে উঠতে পারে না। গবেষণার মাধ্যমে তা-ই দেখিয়েছেন তিন বিজ্ঞানী।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code