শিলিগুড়ির যুবক যুবতীদের শৃঙ্গ জয়
শিলিগুড়ি : প্রতি বছরের মতো এই বছরও শিলিগুড়ির ছয় যুবক যুবতী গত ৫ অক্টোবর বেড়িয়ে পড়েছিলেন Mt. Bhanoti (5645 mtrs/ 18520ft) শৃঙ্গ অভিযানে। অভিযানের দলপতি দীপঙ্কর দে এবং বাকি সদস্যরা হলেন রিতেশ কেডিয়া , আগমনী দত্ত , আজিমুন আখতার (সোনালী ), শুভেন্দু ভট্টাচার্য ও সঞ্জীবন দত্ত।
উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার একটি প্রত্যন্ত গ্রাম “দাউ” (Dau Village) থেকে ট্রেক শুরু হয় ৮ অক্টোবর। তিন দিনের দুর্গম যাত্রা শেষ করে দলটি বালুনিতে বেস ক্যাম্প স্থাপন করে ১০ অক্টোবর সন্ধ্যে বেলায়। ১১ অক্টোবর ১৪৫০০ ফিট উচ্চতায় স্থাপন করা হয় এডভ্যান্স বেস ক্যাম্প। এরপর সামনে ছিল শুধুই Mt Bhanoti শিখরের হাতছানি।
১২ অক্টোবর, আজিমুন ও সঞ্জীবন এডভ্যান্স বেস ক্যাম্প এর দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়ে বাকী দলকে এগিয়ে দেন summit ক্যাম্প এর দিকে। ১২ অক্টোবর summit ক্যাম্প স্থাপন করা হয় ১৬২০০ ফিট উচ্চতায়। ১৩ অক্টোবর ভোর চারটায় চার জনের দলটি এগিয়ে চলে শৃঙ্গ আরোহণের উদ্দেশ্যে।
Mt Bhanoti এর ৫৫০০ মিটার উচ্চতায় চার জনই সফল ভাবে পৌঁছে যায়। কিন্তু এরপর ১৬৫ মিটারের একটি খাড়া Technical Rockwall (Mountaineering এর ভাষায়) থাকায় আগমনী ও শুভেন্দু সেখানেই থেমে দলের বাকী দু’জনকে সেই ক্লাইম্বিং এ সাহায্য করেন। সকলের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় অবশেষে দলপতি দীপঙ্কর দে ও রিতেশ কেডিয়া সফল ভাবে Mt Bhanoti (৫৬৪৫ মিটার/ ১৮৫২০ ফিট) শৃঙ্গ আরোহণ করে ১৩ অক্টোবর সকাল ১১:১০ মিনিটে।
শিলিগুড়িতে তাদের দলের বাকী সদস্য শুভজিৎ ভদ্র এর সূত্রে জানা গিয়েছে দলের সকলেই সুস্থ আছে এবং আগামী ২০ অক্টোবর ২০২৪ দলটি শিলিগুড়িতে পৌঁছবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊