Latest News

6/recent/ticker-posts

Ad Code

টাক মাথার জন্য হীনমন্যতা আর নয়, এবার এগিয়ে এলেন বিধায়ক

টাক মাথার জন্য হীনমন্যতা আর নয়, এবার এগিয়ে এলেন বিধায়ক

No more inferiority complex for the bald head, this time the MLA came forward



মাথায় টাকের জন্য শুনতে হয় টিপ্পনি- ভুগতে হয় হীনমন্যতায়। টাক মাথার জন্য জনসমক্ষে বের হওয়া তো দূর বন্ধু-বান্ধব, পরিজনদের সাথে সেলফি তুলতেও লজ্জা পান অনেকে।


এবার সেই সকল টাক মাথার মানুষদের মনোবল বাড়াতে তাঁদের পাশে দাঁড়ালেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের হাতে উপহার তুলে দিলেন তিনি।

বিজয়া দশমীর প্রাক্কালে ক্যানিংয়ের জীবনতলা বাজারে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন শওকত মোল্লা। এই অনুষ্ঠানে কালিকাপুর ও মঠেরদীঘি পঞ্চায়েত এলাকার শতাধিক টাক মাথার মানুষদের সংবর্ধনা দেওয়া হয়। সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান তৃণমূল নেতা। উপহার হিসাবে তাঁদের হাতে তুলে দেন নতুন পাঞ্জাবী ও গোলাপ ফুল।

বিধায়ক শওকত মোল্লা জানান, “সবই ঈশ্বরের দান। এনিয়ে হীনমন্যতা বা মন খারাপের কোনও দরকার নেই। যাঁদের মাথায় চুল নেই তাদের সংবর্ধনা দেব আমি। আপাতত দুটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হল এই কর্মসূচি। আগামী দিনে গোটা বিধানসভা এলাকা জুড়ে এই কর্মসূচি চলবে।”


বিধায়কের এই উদ্যোগকে অনেকে হাসির ছলে নিলেও সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code