ইশারায় তারা বুঝিয়ে দিলেন 'উই ওয়ান্ট জাস্টিস', 'আর.জি করের বিচার চাই'

R G KAR PROTEST



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

গত ৯ ই আগস্ট রাজ্যের অন্যতম 'এলিট' হাসপাতাল আরজি করে ঘটে গ্যাছে এক মর্মান্তিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষিতা ও খুন হয়েছেন কর্মরতা তরুণী পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা।

আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।সবার একটাই দাবি 'উই ওয়াণ্ট জাস্টিস'।

আর.জি করের ঘটনার প্রতিবাদে আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আরজিকর কান্ডে বিচার চেয়ে রবিবার সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে পথে নামলেন আসানসোলের মুক ও বধির ছেলেমেয়েরা।

হাতে প্ল্যাকার্ড ও মোমবাতি জ্বালিয়ে নিয়ে বিএনআর মোড় এমনই ছবি ধরা পড়লো । আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা, তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে তারা সরব হন। এদিন উপস্থিত প্রত্যেকেই মুখে না বলতে পারলেও ইশারায় তারা বুঝিয়ে দিলেন 'উই ওয়ান্ট জাস্টিস', 'আর.জি করের বিচার চাই'।