ফের প্রশ্নের মুখে নিরাপত্তা! আক্রান্ত চিকিৎসক

people at hospital


একাধিক দাবীর মধ্যে একটা-চিকিৎসকদের নিরাপত্তা। কলকাতায় জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের মাঝেই হাসপাতালে কর্মরত অবস্থায় আক্রান্ত হলেন এক চিকিৎসক। ঠোঁট কেটে রক্ত, সাথে বাঁ কানে কম শুনছেন বলে জানিয়েছেন আক্রান্ত চিকিৎসক। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।


জানাগেছে, পথদুর্ঘটনায় জখম এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর বড় হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছিলেন আক্রান্ত চিকিৎসক। তাতেই রেগে যান রোগীর আত্মীয়রা। ওই চিকিৎসককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে।


রবিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-১ ব্লকের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। অভিযোগ, শুধু মারধরেই থেমে থাকেননি রোগীর পরিজনেরা। হাসপাতালের বাইরে চিকিৎসককে প্রাণে মেরে ফেলারও হুমকিও দেওয়া হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

ইতিমধ্যে ঘটনার কথা জানিয়ে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মিন্টু দে নামে প্রহৃত ওই চিকিৎসক। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানিয়ে ক্ষোভ উগরে দেন হাসপাতালের অন্যান্য কর্মীরাও। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।