বন্দেভারত এক্সপ্রেসের যাত্রীদের বিক্ষোভ এনজেপি স্টেশনে

Siliguri news


শিলিগুড়ি : 

ফের হয়রানির স্বীকার যাত্রীরা। ট্রেন দেরিতে ছাড়ায় সমস্যায় পড়তে হলো গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের।



শুক্রবার সকালে যাত্রী বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ালো নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। জানা যায়, এদিন সকালে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ৬-টা ১০-মিনিটে ছাড়ার কথা ছিল গুয়াহাটিগামী বন্দেভারত এক্সপ্রেসের। কিন্তু প্রায় আড়াই ঘন্টা দেরীতে অর্থাৎ সাড়ে নটা নাগাদ ঐ ট্রেনটি ছাড়ে। যার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। শুধু তাই নয় ট্রেন দেরীতে ছাড়ার কথা যাত্রীরা রেলের আধিকারিকদের জিজ্ঞেস করতে গেলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ ওঠে। এরপরেই শুরু হয় তুমুল গন্ডগোল।




ট্রেনের যাত্রীদের সঙ্গে রেল আধিকারিকদের শুরু হয় কথা কাটাকাটি। দীর্ঘক্ষণ এহেন পরিস্থিতি থাকার ফলে ধৈর্য হারিয়ে ফেলেন যাত্রীরা। রেল আধিকারিকদের থেকে ট্রেন বিলম্বে ছাড়ার কারণ জানতে চাইলে তার সদুত্তর না মেলায় রেল আধিকারিকদের ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। পরে সাময়িকভাবে জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।




এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে যাত্রী নিয়ে গুয়াহাটিগামী বন্ধে ভারত এক্সপ্রেস প্রায় আড়াই ঘন্টা দেরিতে এনজিপি স্টেশন থেকে রওনা দেয়।