আরজিকর ঘটনার প্রতিবাদে বদলে গেল জাতীয় স্তরের মহিলা তাইকন্ডো লিগের নাম!

Taikonda league

মালদহ:

আরজিকর ঘটনার প্রতিবাদে বদলে গেল জাতীয় স্তরের মহিলা তাইকন্ডো লিগের নাম। তাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বছর দ্বিতীয় খেলো ইন্ডিয়া তাইকন্ডো মহিলা লিগ ( জোনাল) অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন রাজ্য স্তরে চলছে সিলেকশন। পশ্চিমবঙ্গেও এই প্রতিযোগিতার সিলেকশন অনুষ্ঠিত হয় কলকাতায় সল্টলেকে। সেখানেই দেখা গেল প্রতিযোগিতার নাম পরিবর্তন করা হয়েছে। 


এমনকি আরজিকর ঘটনায় মৃতের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রতিযোগিতার মাধ্যমে। সিলেকশনে অংশগ্রহণ করে মালদহের চার কিশোরী জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে। প্রত্যেকেই নিজেদের আত্মরক্ষার স্বার্থে তাইকন্ডো প্রশিক্ষণ শুরু করে। বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে। এই প্রথম এক সঙ্গে মালদহের চার খেলোয়াড় এই প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে।‌

আগামী ৩ অক্টোবর থেকে অরুণাচল প্রদেশে জাতীয় স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই বছর মহিলাদের এই তাইকন্ডো প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে অস্মিতা তাইকন্ডো লিগ। মালদহের সুমিধা পাল, সুস্মিতা চৌধুরী অপরাজিতা মিশ্রা ও জুলি প্রামানিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। 


এই প্রথম মালদহের চারজন একসঙ্গে সুযোগ করে নিয়েছে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায়। চারজনই মালদহ জেলার ক্রীড়া সংস্থার অধীনে তাইকন্ডো প্রশিক্ষণ নেয়। তাদের এমন সাফল্যে খুশি কোচ সহ অন্যান্য। আগামীতে ভাল সাফল্যের কামনা প্রত্যেকের।