আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে আবার শুনানি ২৭ সেপ্টেম্বর


Supreme court

আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে আবার শুনানি ২৭ সেপ্টেম্বর। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার নিয়ে উত্তাল রাজ্য। চলছে সিবিআই তদন্ত। মামলার শুনানি চলছে সুপ্রিমকোর্টেও। মামলার পরবর্তী শুনানি ২৭শে সেপ্টেম্বর। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মঙ্গলবার তাদের পর্যবেক্ষণের পর যে নির্দেশগুলি দিয়েছে, সেগুলি কতটা কার্যকর হল সেই অগ্রগতির প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করা হচ্ছে। 



গত শুনানিতে সুপ্রিমকোর্টের একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল। রাজ্য সরকারের নারী সুরক্ষায় রাত্তিরের সাথী প্রকল্পে পরিবর্তনের নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। জুনিয়র ডাক্তারদের চলতে থাকা কর্মবিরতি, পুলিশের ভূমিকা— নানা বিষয় নিয়ে সওয়াল-জবাব চলে। 



গত শুনানিতে ছয় দফা সুপ্রিম নির্দেশ 

উইকিপিডিয়া থেকে আরজি করে ধর্ষণ ও খুনের শিকার নির্যাতিতার নাম ও ছবি মুছে ফেলতে হবে। 

গত ১২ সেপ্টেম্বর তদন্ত সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে সিবিআইকে চিঠি দিয়েছিলেন নির্যাতিতার বাবা। ওই বিষয়গুলি গোপনীয়। তাই সেগুলি প্রকাশ্যে আনা হচ্ছে না। সিবিআই-কে সেগুলি গুরুত্ব দিয়ে দেখতে হবে। 

আগামী দু’সপ্তাহের মধ্যে জেলাশাসক, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও সিনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে হাসপাতালে শৌচাগার এবং সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। 

মহিলা চিকিৎসকেরা সেমিনার হলে বিশ্রাম নিতে গেলে তাদের বায়োমেট্রিক নেওয়া দরকার। নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে।


ওই ঘটনার পরে হাসপাতালের পুরো সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে পুলিশকে। ফুটেজ নিয়ে যা সমস্যা তা মেটাতে হবে। তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে। 
 
জুনিয়র ডাক্তারেরা বৈঠক করে কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য।