বন্যা দেখতে গিয়ে স্পিডবোট থেকে জলে পড়ে গেল সাংসদ,ডিএম, বিধায়ক
১৩ সেপ্টেম্বর রাত থেকে ১৬ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বীরভূম জেলায় মুষলধারে বৃষ্টি হয় । লাভপুর ব্লকের একাধিক গ্রাম বন্যার কবলে । বুধবার বিকালে লাভপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে যান জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বোলপুর লোকসভাকেন্দ্রের সাংসদ অসিত মাল,রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম, লাভপুর বিধানসভাকেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিংহ, কীনাহার থানার ওসি আশরাফুল আলম,লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী,অঞ্চল সভাপতি সাহিন কাজি সহ তেরোজন ।
লাভপুর ব্লকের বলরামপুর, জয়চন্দ্রপুর,শীতলগ্রাম ও রামঘাঁটি এলাকা পরিদর্শনে যায় । এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পর স্পিডবোটে করে পরিদর্শন করার সময় সন্ধ্যা ছয়টা নাগাদ বলরামপুর গ্রামের কাছেই হঠাৎই আচমকা উলটে যায় স্পিডবোট । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীরা । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাণ বাঁচে তাঁদের ।
লাইফ জ্যাকেট ছাড়া প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধিদের স্পিড বোটে করে বন্যা এলাকা পরিদর্শন ঘিরে উঠছে প্রশ্ন । বুধবার রাতে বীরভূম জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সিউড়ি আসেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊