স্বাস্থ্য ভবন থেকে উঠছে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ, বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের
অবশেষে স্বাস্থ্য ভবন থেকে উঠতে চলছে ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। চালু হতে চলেছে পরিষেবা। আংশিকভাবে উঠছে কর্মবিরতি এমনটাই খবর। সূত্রের খবর, শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করবেন জুনিয়র ডাক্তাররা।
আন্দোলন একটি জায়গায় আটকে রাখা যাবে না। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না। এমনটাই জানাচ্ছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। শুক্রবার বিকাল তিনটায় স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স ন্যায় বিচারের দাবিতে মিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। আর সেই মিছিলে সাধারন মানুষকেও যোগদানের আহ্বান করা হয়েছে।
পাশাপাশি স্পষ্ট বার্তায় জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যতদিন না দোষী শাস্তি পাচ্ছে আন্দোলন জারি থাকবে। ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে ও রাজ্যের নির্দেশিকা কবে কার্যকর হয় সেদিকেও নজর থাকবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
আন্দোলনকারীদের তরফে দেবাশিস হালদার বলেন, ‘‘আমরা শুক্রবার মিছিলের পরে নিজ নিজ কলেজে ফিরে গিয়ে বিভাগ ভিত্তিক এসওপি তৈরি করব। যেখানে যেখানে খুব প্রয়োজন, সেগুলি চিহ্নিত করা হবে। শুধু সেই অতিপ্রয়োজনীয় জায়গাগুলিতেই আমরা কাজে যোগ দেব। বাকি জায়গায় আমাদের কর্মবিরতি চলবে। প্রয়োজনে আমরা আবার পূর্ণ কর্মবিরতিতেও ফিরতে পারি।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊