জুনিয়র ডাক্তারদের আর্জি মেনে আজই ফের বৈঠক নবান্নে
জুনিয়র ডাক্তারদের আর্জি মেনে আজই ফের বৈঠক নবান্নে। জানা যাচ্ছে ইতিমধ্যে নবান্নের তরফে মুখ্যসচিব জুনিয়ার ডাক্তারদের মেল করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। ৬টা ১৫ মিনিটের মধ্যেই ডাক্তারদের ৩০ জন প্রতিনিধিকে সেখানে পৌঁছে যেতে বলা হয়েছে। ডাক্তারেরা বুধবার সকালেই বৈঠক করতে চেয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছিলেন। নবান্ন থেকে তার জবাব পেয়ে জেনারেল বডির বৈঠক শুরু করেছেন আন্দোলনকারী ডাক্তারেরা।
আজ ফের বৈঠকে বসতে নবান্নে মেল করে জুনিয়র ডাক্তাররা। ডাক্তারদের সেই ইমেলের জবাবে মুখ্যসচিব বলেছেন, ‘‘বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা বিষয়ক আপনাদের যে দাবিদাওয়া রয়েছে, তা বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যে টাস্ক ফোর্স গঠন করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, দক্ষিণবঙ্গের অনেক জেলায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মানুষের বৃহত্তর স্বার্থে আমরা আবার আপনাদের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এবং টাস্ক ফোর্সের বাকি সদস্যেরা আপনাদের ৩০ জন প্রতিনিধির সঙ্গে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নবান্নের সভাঘরে বৈঠকে বসব। আপনাদের ৬টা ১৫ মিনিটের মধ্যে নবান্নে পৌঁছে যেতে অনুরোধ করা হচ্ছে।’’
বুধবার সকালে ইমেলে জুনিয়র ডাক্তারেরা মুখ্যসচিবকে জানিয়েছিলেন, যে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না-অবস্থান চলছে, তার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবিই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গত দিনের বৈঠকে তার পুরোপুরি সমাধান হয়নি। সেই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্যই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে চান আন্দোলনকারীরা। বৈঠকে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের সদস্যদের থাকার কথা উল্লেখ করেছেন তাঁরা। তবে ধর্না বা কর্মবিরতি ওঠার বিষয়ে এখনই কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি তাঁদের তরফে। ডাক্তারদের সেই ইমেলে সাড়া দিয়ে বুধবার বৈঠকে বসবেন বলে জানালেন মুখ্যসচিব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊