জমিতে হাই টেনশন বিদ্যুতের খুঁটি লাগানো নিয়ে তুলকালাম
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
জমিতে হাই টেনশন বিদ্যুতের খুঁটি লাগানো হবে। আর সেই কারণেই বলপূর্বক জমি নিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভ কারীদের । আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোল দক্ষিণ থানার সাউথ পিপির অন্তর্গত ধেমোমেনের সাতাশা মোড় সংলগ্ন এলাকায় ।
শনিবার সকালে স্থানীয় একটি জমির প্রাচীর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়৷ জানানো হয় সরকার এই জমি অধিগ্রহণ করবে। জেলা প্রশাসনের প্রতিনিধি থেকে শুরু করে পুলিশের কর্তা ব্যক্তিরাও সেখানে হাজির ছিলেন। যদিও যাদের জমি তারা দিতে রাজি নয়।
স্থানীয় বাসিন্দাদের মতে ওই জমিটি বেশ কয়েকজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা মিলে কিনেছে । সেখানে তারা নিজেদের স্বনির্ভরতার জন্য ভবিষ্যতে পরিকল্পনা করছিল। কিন্তু বলপূর্বক বিদ্যুতের খুঁটি বসানোর জন্য তাদের জমি নামমাত্র দামে নিয়ে নিচ্ছে সরকার বলে অভিযোগ বিক্ষোভ কারীদের ।
আর তাই জমি দখল করতে এলে বাধা দেয় তারা। তা থেকেই বেড়ে যায় উত্তেজনা। পথ অবরোধের চেষ্টা করা হলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি । এমনকি যে বুলডোজার মেশিন নিয়ে আসা হয়েছিল সেই মেশিনের সামনে বসে পড়ে মহিলারা শুরু করে বিক্ষোভ ।
শেষ পর্যন্ত মানুষের বিক্ষোভের কাছে পিছু হাটে প্রশাসনিক কর্তারা। বুলডোজার নিয়ে ফিরে যায়। যদিও এই বিষয় নিয়ে প্রশাসনিক কর্তারা সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু জানাতে চায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊