নায়ক অশ্বিন-জাডেজা জুটি, চতুর্থ দিনের প্রথম ভাগেই বাংলাদেশকে হারালো ভারত
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের আগেই জয় নিশ্চিত করলো ভারত। এদিন, সকালের প্রথম এক ঘণ্টা সাবধানে ব্যাট করলেও জলপানের বিরতির পর শাকিবকে রবিচন্দ্রন অশ্বিন আউট করতেই ভেঙে পড়ল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য দরকার ৫১৫ তখন বাংলাদেশ গুটিয়ে গেল ২৩৪-এ। চেন্নাই টেস্টে ২৮০ রানে জিতলেন রোহিত শর্মারা। সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
সকালে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের বল সামলে দিলেও অশ্বিন-জাডেজার স্পিনের কাছে ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। অশ্বিনের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে শাকিব (২৫) সাজঘরে ফেরেন। ১২৭ বলের ইনিংসে ছিল ৮টি চার এবং ৩টি ছক্কায় ৮২-তে ফেরে শান্ত। এরপর লিটন দাস (১), মেহদি হাসান মিরাজ (৮), তাসকিন আহমেদ (৫), হাসান মাহমুদেরা (৭) পর পর আউট।
৮৮ রানে ৬ উইকেট নিলেন অশ্বিন। ঘরের মাঠে হাঁকিয়েছেন সেঞ্চুরি সাথে ৫ উইকেট নিলেন স্পিনার-অলরাউন্ডার। ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারও হলেন তিনি। এই নিয়ে ১০ বার টেস্ট ক্রিকেটে ম্যাচের সেরা হলেন। ৫৮ রানে ৩ উইকেট জডেজার। ২৪ রান দিয়ে ১ উইকেট বুমরার।
তৃতীয় দিনের শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রান ছিল ৪ উইকেটে ১৫৮। শনিবার অপরাজিত ছিলেন নাজমুল (৫১) এবং শাকিব (৫)। ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তোলার পর ডিক্লেয়ার করেন রোহিত। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ১৪৯ রান।
0 মন্তব্যসমূহ
thanks