বিধানসভায় পেশ ধর্ষণবিরোধী বিল, ধ্বনি ভোটে হল পাশ

Mamata banerjee


বিধানসভায় পেশ হল ধর্ষণবিরোধী অপরাজিতা বিল। আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা। এই পরিস্থিতিতে যখন চারিদিকে চলছে ধিক্কার, প্রতিবাদ মিছিল। সেই সময় বিধানসভায় ধর্ষন বিরোধী বিল আনার ঘোষনা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সেই বিল পেশ হল বিধানসভায়।



সেখানে বক্তৃতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সবাই আমার বিরোধিতা করলেও, আমি তাঁদের বিরোধী নই। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বলব, মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে, যখন দিনটি ঠিক করেছিলাম, তখনও জানতাম না। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে ৩ সেপ্টেম্বর ঐতিহাসিক দিন। ১৯৮১ সালে আজকের দিনেই রাষ্ট্রপুঞ্জ মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করতে, কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন সম্মেলন হয়। আজ সেই দিন।"


ধর্ষণবিরোধী বিলে আজ সমর্থন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি-র বিধায়করা। তবে শুভেন্দু জানান, এই বিলকে সমর্থন করছেন তাঁরা। কিন্তু দ্রুত তা আইনে কার্যকর করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তরে জানান, বিরোধী দলনেতা কতগুলি কথা বলেছেন। আইনে পরিণত করার কথা বললেন। রাজ্যপালকে বলুন বিলে সই করে দিতে। তার পরও যদি কার্যকর না হয়, দায়িত্ব আমাদের। আমরাও রেজাল্ট চাই।



শুভেন্দু  বলেন, ‘‘সরকারের আনা এই বিলকে সমর্থন করছি। কিন্তু আপনারা এই  বিল আনতে তাড়াহুড়ো করলেন কেন? আমরা চাইলে বলতে পারতাম সিলেক্ট কমিটিতে পাঠান। কিন্তু আমরা শাস্তি চাই। ভোটাভুটি চাইব না। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। কিন্তু এই বিল দ্রুত কার্যকর করতে হবে সরকার পক্ষকে।’’ যদিও বিধানসভায় শুভেন্দুর সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে গেল ধ্বনি ভোটে। ক্ষুব্ধ শুভেন্দুর দাবি, ‘‘এই অপরাজিতা বিল সম্পূর্ণ লোক দেখানো। আপনারা দোষী সাব্যস্ত করতে চান না। আপনাদের উদ্দেশ্য স্পষ্ট।’’