মার্কেটে আগুন, ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র, চিন্তায় ব্যবসায়ীরা
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বিধান মার্কেটে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র, ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ।
পুজোর মুখে সাত সকালে শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান। সাধারণত পুজোর সময় বিধান মার্কেট জমজমাট থাকে, এই মার্কেট এ রয়েছে বিভিন্ন জিনিসের খুচরো দোকান। সারাবছর তো বটেই পুজোর সময় প্রচুর ক্রেতা এসে থাকেন এই মার্কেটে।
প্রতিবছরের মতো এ বছরও ধীরে ধীরে জমে উঠছিল পুজোর বাজার। কিন্তু এদিন সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু লন্ডভন্ড করে দিল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী পুলিশ প্রশাসন এরপর বিএসএফের একটি ইঞ্জিনও পৌঁছায় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়, আগুন নিয়ন্ত্রণে আসে।
পুজোর আগে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণে। প্রচুর মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊