মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনদিনের জন্য সিল করে দেওয়া হলো বাংলা ঝাড়খণ্ড সীমানা

Bengal Jharkhand border sealed for three days on Chief Minister Mamata Banerjee's orders


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : 

পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনদিনের জন্য সিল করে দেওয়া হলো বাংলা ঝাড়খণ্ড সীমানা। 

বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটি থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার ১৯ নম্বার জাতীয় সড়ক ডুবুরডিহি নাকা চেকপোস্টে ঝাড়খণ্ড থেকে বাংলায় আগত সমস্ত পণ্যবাহী বাহন ঘুরিয়ে দেয় পুলিশ।

পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমানা ডুবুরডিহি চেকপোষ্টে ঝাড়খন্ডের মাইথন থানার অধিকারীক আসেন এবং ডুবুরডিহি চেকপোষ্টে কুলটি থানা, চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ, কুলটি ট্রাফিক গার্ড পুলিশ আধীকারীকদের সাথে এই বিষয় নিয়ে কথা বলেন।