যানজটের বোঝা কমাতে খুব শীঘ্রই তিনবাত্তিতে চালু হবে বিকল্প বাসস্ট্যান্ড


An alternative bus stand will soon be opened at Tinbatti to reduce the burden of traffic congestion



শিলিগুড়ি : শহরে যানজটের বোঝা কমাতে বিগত বছর তিনবাত্তি মোড় এলাকায় পরিবহন দপ্তরের একটি পরিত্যক্ত জায়গাতে একটি বিকল্প বাস স্ট্যান্ড গড়ে তোলার ভাবনা নেয় পরিবহন দপ্তর। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

An alternative bus stand will soon be opened at Tinbatti to reduce the burden of traffic congestion

বাসস্ট্যান্ডের কাজও দ্রুত শুরু করান তিনি। রেলের আইনি জটিলতায় বেশ কিছুদিন থমকে যায় বাসস্ট্যান্ডের কাজটি। মূলত বাসস্ট্যান্ডের মুখ্য দুয়ারের জায়গাটি নিয়ে জটিলতা সৃষ্টি হয় রেল ও রাজ্য সরকারের মধ্যে। তবে সেই বিষয়টিকে পাশে রেখেই রাজ্যের পরিবহন দপ্তর খুব শীঘ্রই শহরের মধ্যে থাকা বেসরকারি বাস ও কিছু সরকারি বাসকে ওই বাসস্ট্যান্ড থেকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

An alternative bus stand will soon be opened at Tinbatti to reduce the burden of traffic congestion

খুব শীঘ্রই বাসস্ট্যান্ডে চালু হবে বলে আশাবাদী শহরের মেয়র তথা তেনজিং নোরগে উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান গৌতম দেব। তিনি জানান বাসস্ট্যান্ডের কাজ প্রায় শেষের দিকে, যাত্রীদের সুবিধার্থে সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে। প্রায় ২০টির অধিক বাস একসাথে চলাচল করতে পারবে বলে ওই বাসস্ট্যান্ড থেকে বলে জানান গৌতম দেব। মূলত শহরের উপর থেকে যানজটের বোঝা কমাতে এই ভাবনা বলে জানান তিনি।